Wednesday, September 17, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollকলকাতার অভিজাত আবাসনের নীচ থেকে মহিলার দেহ উদ্ধার
Urbana complex

কলকাতার অভিজাত আবাসনের নীচ থেকে মহিলার দেহ উদ্ধার

ঝাঁপ দিয়েছেন? নাকি পরিকল্পিত খুন? ভাবাচ্ছে তদন্তকারীদের

কলকাতা: কলকাতার অভিজাত আবাসনে মহিলার দেহ উদ্ধার (Woman fell Urbana complex)। মঙ্গলবার আনন্দপুরের আরবানা আবাসনের (Urbana complex in Anandapur) নীচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ৪৫ তলা ওই আবাসনের ১৯ তলার বারান্দা থেকে থেকে নিচে পড়েই মৃত্যু। কিন্তু আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রের খবর, মৃত মহিলার নাম সঞ্চিতা আগরওয়াল। পূর্ব কলকাতার আরবানা কমপ্লেক্সের চার নম্বর টাওয়ারের নীচে মঙ্গলবার ভোর ওই মহিলার অচৈতন্য দেহ মেলে। স্থানীয়া দেখে দ্রুত দেহ উদ্ধার করে এনআরএসে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। দেহটি শনাক্ত করেন সঞ্চিতারই দুই সন্তান সুহানা ও ভূমি আগরওয়াল। মৃতার পরিবার সূত্রের খবর, সঞ্চিতা চাপা স্বভাবের ছিলেন। কারও সঙ্গে বিশেষ মিশতেন না। বেশ কয়েকদিন ধরে হতাশায় ভুগছিলেন। সম্ভবত অবসাদের কারণে ১৯ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে মহিলার। কিন্তু তিনি ঝাঁপ দিয়েছেন? নাকি পরিকল্পিত খুন? সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, সেখান থেকেই ঝাঁপ দিয়েছেন তিনি। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: যাদবপুরে ছাত্রী মৃত্যু তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

অন্য খবর দেখুন

Read More

Latest News